রাজবাড়ী: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. শাহিন শেখকে (৩৩) আদালতে হাজিরা শেষে কারাগারে নিয়ে যাবার সময় সংগঠনের নেতাকর্মীরা আদালত চত্বরে পুলিশের সামনে জয় বাংলা স্লোগান দেয়। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে বলে জানায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান।
গ্রেফতাররা হলেন- রাজবাড়ী চরলক্ষ্মীপুর গ্রামের জনি, তৌফিক আহমেদ তাইম, শান্ত শেখ,সাজ্জাদ হোসেন ও মুঞ্জেল শেখ।
জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে নিষিদ্ধ সংগঠন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহীন শেখকে কোর্টে হাজিরার জন্য অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে তোলা হয়। এসময় ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করেন। তার পরবর্তী শুনানি আগামী ৩১ মার্চ তারিখ ধার্য করেন।
আদালতে শুনানি শেষে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সভাপতি শহিনকে পুলিশের প্রিজনভ্যানে তোলার মুহূর্তে তার আত্মীয়-স্বজন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সমর্থকরা পুলিশের সামনেই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকে। এছাড়াও তারা শাহিন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই স্লোগান দেই। এসময় আদালত চত্বরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশের কড়া নিরাপত্তায় শাহিনকে রাজবাড়ী জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। স্লোগান দেওয়া অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলার আসামি রয়েছে বলে জানা গেছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।