মুন্সীগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনকে শোকজ নোটিশ করেছেন জেলা নির্বাচন কর্মকর্তারা।
রোববার (২৫ জানুয়ারি) নোটিশ পাওয়ার পর দুই প্রার্থী পৃথকভাবে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বরাবরে লিখিত জবাব দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে গজারিয়া উপজেলার সোনালী মার্কেট এলাকায় স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের একটি মিছিলে হামলার অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকরা ওই মিছিলে হামলা চালিয়েছে। এই ঘটনায় সাতজন আহত হয়েছেন বলে দাবি করেছেন মো. মহিউদ্দিন।
মো. মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, আমার একাধিক কর্মী এই হামলায় আহত হয়েছেন। আমি জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচনে অংশ নিয়েছি। প্রতিপক্ষ আমার ক্রমবর্ধমান জনসমর্থন দেখে এমন কর্মকাণ্ডে জড়িয়েছে। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
অন্যদিকে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন বলেন, ঘটনার সময় আমি মুন্সীগঞ্জ শহরে নির্বাচনি প্রচারে ব্যস্ত ছিলাম। এ ঘটনায় আমার কোনো সংশ্লিষ্টতা নেই। যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত।
জেলা রিটার্নিং অফিসার নুরমহল আশরাফী জানান, প্রার্থীদের লিখিত জবাব পেয়েছেন এবং বিষয়টি যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।