Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় পরিত্যক্ত বাড়ি থেকে এক ডজন ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ২৩:৪৪ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২৩:৫৪

খুলনা সদর থানা

খুলনা: খুলনায় এক ডজন ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর বাগমারা এলাকা থেকে নাসিরের হোটেলের পেছনে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, দুপুর ৩টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি বাগমারা আদর্শ পল্লীর বিপরীতে নাসিরের ভাতের হোটেলের পেছনে বাদশা মিয়ার পরিত্যক্ত জায়গায় যান। সেখানে একটি ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় কয়েকটি ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পান। ঘটনাস্থল থেকে বাইরে বের হয়ে বিষয়টি স্থানীয়দের কাছে জানায় ওই অজ্ঞাত ব্যক্তি। পরে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি জানায় স্থানীয় বাসিন্দারা।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মিজানুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা থেকে ফোন পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থল ফিতা দিয়ে ঘিরে দেওয়া হয়। লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ব্যাগের ভেতর ১২টি ককটেল দেখে তিনি র‌্যাবের বোমা বিশেষজ্ঞদের খবর দেয়। র‌্যাব এসে সন্ধ্যা ৭টার পরে সেগুলো নিষ্ক্রিয় করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর