Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে কলাবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ২৩:৫২

প্রতীকী ছবি।

ফরিদপুর: ফরিদপুরের সালথায় হিরা মনি (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া কাজীপাড়া গ্রামের একটি কলাবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত হিরা মনি উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া ছয়আনী গুচ্ছগ্রামের চুন্নু মোল্যার স্ত্রী। তিনি এক সন্তানের জননী।

যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা বলেন, স্বামীর সঙ্গে ঝগড়া করে হিরা মনি আত্মহত্যা করেছে বলে লোক মুখে শুনেছি। ঘটনার পর থেকে স্বামী চুন্নু মোল্যা পলাতক রয়েছে। তাকে প্রশাসনের পাশাপাশি আমরাও খুঁজতেছি।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে খারদিয়া গ্রামের একটি কলাবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর