হিলি (দিনাজপুর): দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন হাকিমপুর পৌর এলাকায় গণসংযোগ চালিয়েছেন। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচারের পাশাপাশি তিনি বেশ কয়েকটি পথসভাতেও অংশ নেন।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে তিনি হাকিমপুর হিলি পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষ প্রতীকে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় দুঃস্থ ও অসহায় মানুষের খোঁজখবর নেন। পেশায় চিকিৎসক হওয়ায় তিনি বেশ কয়েকজন অসুস্থ রোগীকে তাৎক্ষণিক চিকিৎসার পরামর্শ দেন।
হাকিমপুর পৌর বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত পথসভায় ডা. জাহিদ হোসেন বলেন, ‘জনগণের অধিকার ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। এলাকার উন্নয়ন এবং মানুষের সেবায় আমি সর্বদা পাশে আছি এবং থাকব।’
এ সময় ডা. জাহিদের সঙ্গে হাকিমপুর পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।