Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটি দল মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চায়: শাহজাহান মিঞা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ০০:২৪

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।

চাঁপাইনবাবগঞ্জ: একটি রাজনৈতিক দল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চায় বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা। তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচন প্রকৃত অর্থেই স্বাধীনতার পক্ষ ও বিপক্ষের শক্তির মধ্যে লড়াই।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, ১৯৭১ সালে আল-বদর ও আল-শামসসহ রাজাকার বাহিনী বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধীদের পরাজিত করার শপথ নিতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ায় বিরোধী শক্তির মধ্যে হতাশা দেখা দিয়েছে। আল্লাহর ওপর বিশ্বাস রেখে বলছি, বিএনপি বিজয় অর্জন করবে ইনশাল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্যসচিব তোসিকুল আলম, ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক মিন্টু ও সাধারণ সম্পাদক তারিফ মাস্টারসহ অন্যরা।

বিজ্ঞাপন

আওয়ামী ভোট টানতে মরিয়া সব দল
২৬ জানুয়ারি ২০২৬ ২৩:৫৯

আরো

সম্পর্কিত খবর