খুলনা: খুলনার রূপসায় ইজিবাইকের ধাক্কায় মারিয়া (৫) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের অবদার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার ইমন সিকদারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়েটি মাদরাসায় যাওয়ার পথে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। আশপাশের লোকজন ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজজাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।