Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যারা ‘না’ভোটের পক্ষে প্রচার চালাবে, তারা বাংলাদেশ বিরোধী: মামুনুল হক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ২০:০১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ২০:০২

সিলেটে ১১ দলীয় জনসভায় খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ছবি: সারাবাংলা

সিলেট: খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘না’ ভোটের পক্ষে যারা প্রচার চালাবে, মানুষ বুঝে নেবে তারা বাংলাদেশের বিপক্ষে এবং ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী দিনে কেউ যেন দেশের বিপক্ষে দাঁড়াতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের গোলাপগঞ্জে সিলেট-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বীকে নিয়ে ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। এই দেশে আর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সংখ্যাগুরুদের অত্যাচার ও জুলুম চলবে না। ১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে কোনো মেহনতি মানুষের ওপর খবরদারি থাকবে না, কোনো ব্যবসা কিংবা ঘর নির্মাণের জন্য চাঁদা দিতে হবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের আগামীর বাংলাদেশ হবে স্বপ্নের সোনার ও ইনসাফের বাংলাদেশ। দেশপ্রেমিক ও ইসলামপ্রেমিক দলগুলোর সমন্বয়ে এই নির্বাচনি ঐক্য গড়ে তোলা হয়েছে। এই জোট বিজয়ী হলে কোনো একক দল বা নেতার নয়, বিজয় হবে বাংলার ১৮ কোটি মানুষের, বিজয় হবে বাংলাদেশপন্থার।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, এত শহিদের আত্মত্যাগের পরও যদি আমরা দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে না পারি, যদি আবার চাঁদাবাজ ও জুলুমবাজদের হাতে দেশ তুলে দিই, তাহলে আমরা গাদ্দার জাতি হিসেবে প্রমাণিত হব। শহিদদের রক্ত বৃথা যাবে।

তিনি আরও বলেন, মানুষ সব দল ও নেতাকে দেখে ফেলেছে। চাঁদাবাজি ও গুণ্ডামির রাজনীতিতে তারা বিরক্ত। এবার মানুষ ইসলামপন্থীদের বাংলাদেশ দেখতে চায়। আগামীতে যারা চাঁদাবাজি বা সন্ত্রাসের রাজনীতি করতে আসবে, রাজপথে তাদের প্রতিহত করা হবে।

এর আগে সকালে হেলিকপ্টারে করে গোলাপগঞ্জে পৌঁছান মাওলানা মামুনুল হক। জনসভায় তিনি বলেন, সিলেট-৬ আসনের সঙ্গে তার নির্বাচনি এলাকা ঢাকা-১৩ আসনের একটি সাংগঠনিক সংযোগ রয়েছে। সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে ঢাকা-১৩ আসনেরও দায়িত্বে রয়েছেন।

বিজ্ঞাপন

ঢাকায় শুরু হলো এপিএএন সম্মেলন
২৭ জানুয়ারি ২০২৬ ২০:০১

আরো

সম্পর্কিত খবর