Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের মামলা
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নঈমুল কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১১:২৩

রেজিস্ট্রার নঈমুল হক চৌধুরী।

সিলেট: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নঈমুল হক চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুনশী আব্দুল মজিদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নাঈমুল হক চৌধুরী। বিচারক জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।

নঈমুল হক চৌধুরী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সূচনা লগ্নে পরিচালক (অর্থ) ছিলেন। পরবর্তীতে তিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। নঈমুল হক চৌধুরী দুদকের মামলায় চার্জশিটভুক্ত ২ নম্বর আসামি। ওই মামলার প্রধান আসামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী এখনো পলাতক।

বিজ্ঞাপন

দুদকের মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ অভিযোগ আমলে নিয়ে ইউজিসি ২০২৩ সালে তদন্ত করে। তদন্তে তৎকালীন উপাচার্য মোর্শেদ আহমেদ চৌধুরী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. নঈমুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সত্যতা পায় তারা। দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তৎকালীন উপাচার্য, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ ৫৮ জন কর্মকর্তার বিরুদ্ধে ২০২৪ সালের ১ এপ্রিল মামলা করে। ওই বছরের ২৫ এপ্রিল ৫৮ জনের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেন আদালত।

সিলেট দুদকের উপ-সহকারী পরিদর্শক বশির আহমেদ বলেন, ‘তিনি মামলার দুই নম্বর আসামি। আজ উনার জামিন আবেদনের শুনানি ছিল। বিচারক শুনানি শেষে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।’

উল্লেখ্য, এর আগে, গত রোববার (২৫ জানুয়ারি) দুর্নীতির মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আটজন কর্মকর্তা-কর্মচারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

হাসিনুরের অবশিষ্ট জেরা আজ
২৮ জানুয়ারি ২০২৬ ১১:১১

আরো

সম্পর্কিত খবর