Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্বত্র সুর উঠছে সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার: হাবিবুর রহমান

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ২১:০১

জনসংযোগে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমির ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান

সিলেট: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমির ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান বলেছেন, দেশপ্রেমিক জনতা বুঝে গেছে সমাজকে পরিবর্তনে সৎ, যোগ্য, খোদাভীরু নেতৃত্বের বিকল্প নেই।

তিনি বলেন, রাষ্ট্রের সকল স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াত ও ১১ দলীয় জোট প্রতিটি আসনে সৎ ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। ফলে জনগণও এখন বলছে আমরা সবাইকে দেখেছি, এবার নতুন মুখ দেখতে চাই। সর্বত্র সুর উঠছে সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে সিলেট নগরীর মেন্দিবাগ ও আশপাশের এলাকায় গণসংযোগে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সারাদেশের ন্যায় সিলেটেও পরিবর্তনের আওয়াজ উঠছে। দেশ থেকে চাঁদাবাজ, দুর্নীতি দূর করতে মানুষ আজ ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, সাধারণ জনতাকে আগ্রহ নিয়ে স্বেচ্ছায় দাঁড়িপাল্লার গণসংযোগে, মিছিলে, পথসভায় অংশ নিতে দেখা গেছে। দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে ১১ দলের নেতাকর্মী ছাড়াও কৃষক-শ্রমিক-জনতা সবাই মাঠে নামছেন। তারা সকলেই দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ বলে মানুষের ঘরে ঘরে যাচ্ছেন, দাঁড়িপাল্লার প্রচার করছেন।

গণসংযোগ চলাকালে মাওলানা হাবিবুর রহমান বলেন, ১১ দলীয় জোটের পক্ষে সারাদেশে যে জোয়ার শুরু হয়েছে, এই জোয়ারের কাছে, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের পরাজয় হবে ইনশাআল্লাহ। আপনার একটি ভোটের মূল্য অনেক বেশি। এজন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দয়া করে আপনারা ভোটকেন্দ্রে গিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ও প্রতীকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসুন।

এর আগে সকালে তিনি সিলেট নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে গণসংযোগ করেন।

পৃথক গণসংযোগে- সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, থানা আমির মু. শাহেদ আলী, সেক্রেটারি নজরুল ইসলাম, জামায়াত নেতা সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন, অ্যাডভোকে আব্দুল আহাদ সিদ্দিকী, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, থানা আমির মু. শাহেদ আলী, সেক্রেটারি নজরুল ইসলাম, থানা নায়েবে আমির আব্দুর রব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন, মাওলানা আহমদ হোসাইন, অ্যাডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, ২০ নম্বর ওয়ার্ডের সভাপতি ওমর ফারুক, ২১ নম্বর ওয়ার্ডের সভাপতি হামিদ বক্স, ২৩ নম্বর ওয়ার্ডের সভাপতি সালেহ আহমদ, ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আহমদ আল মাসুক, থানা আইনবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল সিদ্দিকী, পেশাজীবী সেক্রেটারি জহির উদ্দিন, ইকবাল হোসেন খন্দকার, জাহাঙ্গীর হোসেন, সাবেক ছাত্রনেতা নুরুল হকসহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর