Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল, আসন প্রতি লড়বে ১৫৪ জন

কুবি করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৯:০৩ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৯:০৯

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এবার আসন প্রতি লড়বে ১৫৪ জন ভর্তিচ্ছু। সকাল ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৩০০টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৬ হাজার ৩৩৬টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৫৪ জনের বেশি ভর্তিচ্ছু। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৯ হাজার ৮২১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ১৬ হাজার ৫১৫ জন পরীক্ষা দিবেন। ভর্তি পরীক্ষা এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং ন্যূনতম পাশ নম্বর ৩৩ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি সকাল ১১টায় এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা একই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর