Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিন্দু সম্প্রদায়কে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে: হাবিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ১৮:৫৬

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

সাতক্ষীরা: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, নির্বাচিত হলে এলাকায় বসবাসরত হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বী মানুষকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নগরঘাটা ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

হাবিব বলেন, অতীতে এমপি থাকাকালে তিনি পাটকেলঘাটাকে থানায় উন্নীত করেছিলেন। তার দাবি, দলীয় নেত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তরের কাজ অসমাপ্ত রয়েছে। পুনরায় নির্বাচিত হলে সেটি বাস্তবায়নের উদ্যোগ নেবেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তালা, পাটকেলঘাটা ও কলারোয়া থানা এবং সংশ্লিষ্ট পৌরসভাগুলোকে আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে মধ্য ও নিম্নআয়ের পরিবারে নারী প্রধানদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষি ভাতা চালুর কথাও উল্লেখ করেন তিনি।

জনসভায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী সরদারের সভাপতিত্বে ও মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল, মৃণাল কান্তি রায়, গোলাম মোস্তফা, অধ্যক্ষ শফিকুল ইসলামসহ স্থানীয় নেতারা।

সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর