Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আল্লাহ ছাড়া দেশের বাইরে কোনো প্রভু নেই: শাহজাহান মিঞা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ২০:৫৩

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা।

চাঁপাইনবাবগঞ্জ: আল্লাহ ছাড়া দেশের বাইরে কোনো প্রভু নেই বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শাহজাহান মিঞা বলেন, বিএনপি একটি ইসলাম অনুরাগী দল এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। তিনি অভিযোগ করেন, জামায়াত ১৯৭১ সালের ইতিহাসকে মুছে দিতে চায়। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

এ সময় নির্বাচিত হলে শিবগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন বিএনপির এ প্রার্থী।

শ্যামপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খাইরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী প্রমুখ। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর