Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে, তারেক রহমানের নেতৃত্বে প্রতিরোধ করতে হবে: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ২২:৪৫

রংপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রংপুর: নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে, তারেক রহমানের নেতৃত্বে প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির বিভাগীয় নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে চক্রান্ত চলছে। যে দল ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং মানুষ হত্যা করেছিল, সেই দলটিই এখন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে নির্বাচনি চক্রান্ত করছে।

তিনি আরও বলেন, এই চক্রান্তের মোকাবিলা করতে হলে দরকার তারেক রহমানের নেতৃত্ব। তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে রক্ষা করব, গণতন্ত্র ফিরিয়ে আনব এবং বাংলাদেশকে স্বাধীনতার চেতনায় নতুন করে গড়ে তুলব।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল আরও বলেন, আমরা কখনোই চক্রান্তের কাছে মাথা নত করব না। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার সব চেষ্টা ব্যর্থ হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়ে দেশকে বাঁচাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর