Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রলার ডুবি: নিখোঁজ ১২


১১ মার্চ ২০১৯ ০১:৪১ | আপডেট: ১১ মার্চ ২০১৯ ০২:০৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নারয়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জে বুড়িগঙ্গায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় ১২ জন নিখোঁজ রয়েছেন। রোববার (১০ মার্চ) রাতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ওই ট্রলার ডুবে গেলে এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার এস আই ফাহেয়াত উদ্দিন রক্তিম জানান, রাত ৮টায় কেরানীগঞ্জের কুইট্টামারা এলাকা থেকে কাজ শেষে ৫০ থেকে ৬০ শ্রমিক একটি নৌকা বোঝাই করে পাগলায় আসছিলেন। আসার পথে একটি বাল্কহেডের ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ট্রলার ডুবির এ ঘটনায় অন্তত ১২ জন নিখোঁজ রয়েছে। তবে পুলিশ এর সত্যতা নিশ্চিত করতে পারেনি।

সারাবাংলা/ইএইচটি/জেএইচ

ট্রলার ডুবি নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর