বিলাইছড়িতে আ. লীগ নেতা হত্যা মামলার আসামি আটক
২৩ মার্চ ২০১৯ ১৫:০৩
রাঙ্গামাটি: বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা হত্যা মামলার সন্দেহভাজন আসামি স্নেহাশীষ চাকমা (আশিষ) নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২৩ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে রাঙ্গামাটি শহরের বনরূপা থেকে তাকে আটক করা হয়। রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মীর জাহেদুল হক জানান, আটক স্নেহাশীষ চাকমা ছাত্রজীবনে সন্তু লারমার নেতৃত্বাধীন ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে আওয়ামী লীগ নেতা হত্যার ৪ দিন পর মামলা
এদিকে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডের চারদিন পর শনিবার সকালে বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি শুভমঙ্গল চাকমাসহ ২০জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। এই মামলায় অজ্ঞাত আরও ৭/৮জনকে আসামি করা হয়েছে। উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক মনির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানান বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী।
আরও পড়ুন: বিলাইছড়িতে আ.লীগ নেতা খুনের ৪৮ ঘণ্টা পরও মামলা হয়নি
উল্লেখ্য, গত ১৯ মার্চ সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা নিজ বাড়ি ওড়াছড়ি থেকে বিলাইছড়ি সদরে আসার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।
সারাবাংলা/এমএইচ
আরও পড়ুন
রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে এবার আ.লীগ নেতার মৃত্যু