পিরোজপুর (মঠবাড়িয়া): পিরোজপুরের নাজিরপুরে বাস চাপায় মো. তানভীর হাসান নিলু (৪২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগষ্ট) বিকাল সোয়া ৩টার দিকে উপজেলার আধাঝুড়ির চরখোলা ব্রিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিলু উপজেলার মাটিভাঙ্গা বাজারের মৃত লোকমান হাকিমের পুত্র। দুর্ঘটনায় ওই বাসের ছাদে থাকা বেল্লাল হোসেন নামের এক যুবক নিচে পরে আহত হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. লিটন শেখ জানান, ওই সময় মোটর সাইকেলে করে নাজিরপুর থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। এসময় পিরোজপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী পাটগাতী গামী লোকাল বাস (ঝালকাঠী-জ-০৫-০০১২) সামনে থেকে তাকে চাপা দেয়। সেখানে থাকা স্থানীয় মো. লিটন শেখ ও মো. কেরামত শেখ নামের দুই যুবক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. কাওছার হোসেন জানান, উনাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এসময় ওই বাসের ছাদে থাকা বেল্লাল হোসেন নামের এক যুবক ছাদ থেকে পরে আহত হয়।