Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লার জঙ্গি আস্তানাটি বোমা তৈরির ল্যাব


২৩ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘিরে রাখা জঙ্গি আস্তনাটি মূলত নব্য জেএমবির বোমা তৈরির ল্যাব বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারি কমিশনার তৌহিদুল ইসলাম।

সোমবার (২৩ সেপ্টেম্বর) তৌহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, আটক হওয়া নব্য জেএমবির অন্য সদস্যদের কাছ থেকে সন্ধান পেয়ে এই আস্তানাটি অভিযানের জন্য ঘিরে রাখা হয়েছে। যতটুকু জানা গেছে, এটি একটি বোমা তৈরির ল্যাব।

তিনি বলেন, বাড়িটি ঘিরে রাখা হয়েছে। সোয়াট আর বোম্ব ডিসপোজাল টিম আসলে অভিযান শুরু হবে।

কতজন জঙ্গি ওই আস্তানায় রয়েছে জানতে চাইলে তিনি বলেন, বাসার ভেতরে কয়জন আছে তা বলতে পারছি না। বাসাটিতে বাইরে থেকে তালা লাগানো রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ : আটক ৩

নব্য জেএমবির চিহ্নিত কেউ আছেন কিনা সেখানে জানতে চাইলে তৌহিদুল ইসলাম বলেন, এখনি তা বলতে পারছি না, অভিযান শেষে  তা বোঝা যাবে।

এর আগে, সোমবার ভোর থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। টিনসেডের বাড়িটি তক্কার মাঠ এলাকার জয়নাল আবেদীনের মালিকানাধীন বলে জানিয়েছে পুলিশ।

অভিযান আস্তানা জঙ্গি পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর