ভাঙনের যে নেই পারাপার, ডাঙা-জল একাকার | ছবি
২৬ আগস্ট ২০২৪ ০৮:৩১ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ ১৩:২৬
কুমিল্লার দুঃখ গোমতী নদী। প্রতিবছর বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত হলেই তলিয়ে যেত স্থলভাগ, বানের জল ভাসিয়ে নিয়ে যেত জনপদ। বাঁধ দেওয়ার পর কুমিল্লার মানুষের সেই দুঃখ অনেকটাই কমে এসেছিল। কিন্তু টানা প্রবল বর্ষণের সঙ্গে উজান তথা ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ফের গোমতীকে প্রমত্তা করে তুলেছে। বৃহস্পতিবার মধ্যরাতে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকায় সেই বাঁধের ৩০ ফুট ভেঙে পানি প্রবেশ করতে শুরু করে। আর থামানো যায়নি ভাঙন।
শনিবারের তথ্য বলছে, ওই এলাকাতেই প্রায় ৫০০ ফুটের মতো বাঁধ ভেঙে গেছে। এতে তলিয়ে গেছে লোকালয়। বুড়িচং উপজেলা বলতে গেলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুড়িচংয়ের বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার একাংশ, ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার উপজেলাও।
চলমান পরিস্থিতিতে বিপর্যয়ের মুখে এখন কুমিল্লার বন্যাদুর্গত এসব এলাকা। মানুষজনকে ঘরবাড়ি থেকে আশ্রয় নিতে হয়েছে অক্ষত বাঁধের সড়কের বিভিন্ন অংশে। তলিয়ে গেছে অনেক সড়ক, ভেঙেও গেছে। জল-স্থল একাকার হয়ে গেছে যেন। বুড়িচংয়ের বিভিন্ন এলাকা ঘুরে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
- যেদিকে দুচোখ যায়, শুধু পানি আর পানি।
- মিশে গেছে জল আর ডাঙার চিহ্ন
- জেগে থাকা স্থলভাগে জীবনের লড়াই
- জল ভেঙে এগিয়ে যাওয়া চেষ্টা
- চারপাশে পানি, বাড়িগুলো যেন একেকটা বিচ্ছিন্ন দ্বীপ
- একটু উঁচু করে তৈরি করা পাকা ভবনগুলোর নিচতলাতেও উঠে গেছে বন্যার পানি
- বানের জলের তীব্র স্রোত, ভয়াবহ সে স্মৃতি ধারণ করে রাখার চেষ্টা
- বৃহস্পতিবার মধ্যরাতে গোমতীর বাঁধে ভাঙন দেখা দিলে পানিতে তলিয়ে যেতে থাকে কুমিল্লার বুড়িচং উপজেলা
- রাতের মধ্যে পানিতে সয়লাব হয়ে যায় লোকালয়
- সকাল হতে না হতেই সবাইকে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে হয় আশ্রয়ের সন্ধানে
- দুহাতে যতটুকু সম্বল ধরে, তাই নিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা
- ফাইল ছবি: কুমিল্লার বন্যা পরিস্থিতি
- পেছনে ফেলে আসা ঘরবাড়ি, সম্বল
- একটা ট্রাক্টর, তাতেই যতজন সম্ভব উঠে পড়েছেন স্থলের সন্ধানে
- কারও কারও জায়গা হলো বাঁধের সড়কে, কোনোমতে মাথা গোঁজার ঠাঁই
- স্মরণকালের ভয়াবহতম বন্যায় দুর্গত প্রায় সব এলাকাতেই ছুটে গেছেন স্বেচ্ছাসেবীরা
- সুযোগমতো সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আশ্রয়কেন্দ্রসহ নিরাপদ স্থানে
- সেনাবাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী সবাই বন্যাদুর্গতদের সহায়তায় কাজ করে যাচ্ছে নিরবচ্ছিন্নভাবে
সারাবাংলা/টিআর
কুমিল্লা গোমতী নদী গোমতীর বাঁধে ভাঙন টপ নিউজ বন্যা বন্যা পরিস্থিতি বুড়িচং