Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাঙনের যে নেই পারাপার, ডাঙা-জল একাকার | ছবি


২৬ আগস্ট ২০২৪ ০৮:৩১ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ ১৩:২৬

যেদিকে দুচোখ যায়, শুধু পানি আর পানি।

কুমিল্লার দুঃখ গোমতী নদী। প্রতিবছর বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত হলেই তলিয়ে যেত স্থলভাগ, বানের জল ভাসিয়ে নিয়ে যেত জনপদ। বাঁধ দেওয়ার পর কুমিল্লার মানুষের সেই দুঃখ অনেকটাই কমে এসেছিল। কিন্তু টানা প্রবল বর্ষণের সঙ্গে উজান তথা ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ফের গোমতীকে প্রমত্তা করে তুলেছে। বৃহস্পতিবার মধ্যরাতে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকায় সেই বাঁধের ৩০ ফুট ভেঙে পানি প্রবেশ করতে শুরু করে। আর থামানো যায়নি ভাঙন।

বিজ্ঞাপন

শনিবারের তথ্য বলছে, ওই এলাকাতেই প্রায় ৫০০ ফুটের মতো বাঁধ ভেঙে গেছে। এতে তলিয়ে গেছে লোকালয়। বুড়িচং উপজেলা বলতে গেলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুড়িচংয়ের বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার একাংশ, ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার উপজেলাও।

চলমান পরিস্থিতিতে বিপর্যয়ের মুখে এখন কুমিল্লার বন্যাদুর্গত এসব এলাকা। মানুষজনকে ঘরবাড়ি থেকে আশ্রয় নিতে হয়েছে অক্ষত বাঁধের সড়কের বিভিন্ন অংশে। তলিয়ে গেছে অনেক সড়ক, ভেঙেও গেছে। জল-স্থল একাকার হয়ে গেছে যেন। বুড়িচংয়ের বিভিন্ন এলাকা ঘুরে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

সারাবাংলা/টিআর

কুমিল্লা গোমতী নদী গোমতীর বাঁধে ভাঙন টপ নিউজ বন্যা বন্যা পরিস্থিতি বুড়িচং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর