চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার-১
৬ অক্টোবর ২০২৪ ১৯:৫৫
গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে চালক রায়হান কবির মিলনকে (২২) হত্যা করে ইজিবাইক ছিনতাই চক্রের পলাতক প্রধান আসামি হোসেন আলীকে (২৭) গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৬ অক্টোবর) সকালে র্যাব-১৩ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে, শনিবার বিকেলে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও র্যাব-৫ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে চাপাইনবাবগঞ্জের নিমতলা মোড় থেকে হোসেন আলীকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।
গ্রেফতারকৃত হোসেন আলী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কশিবাড়ী গ্রামের ওমর আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইজিবাইক চালক রায়হান কবির মিলনকে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়নের দক্ষিণ চাঙ্গুরা আদিবাসী পল্লীর জনি মূর্মুর বাঁশ ঝাড় থেকে চালক মিলনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
সারাবাংলা/এসআর