Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ইমাম-মুয়াজ্জিন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৩:০৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:০৯

ধুপুর পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে পিকআপচাপায় মোটরসাইকেলে থাকা এতিমখানার ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে মধুপুর পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বড়বাইদ এতিমখানার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগা‌তি উপ‌জেলার শালচুড়া গ্রামের জালাল উদ্দি‌নের ছেলে হাফেজ হাবিবুর রহমান (২০) ও টাঙ্গাইলের নাগরপুর উপ‌জেলার মুরাদপ‌ট্টি চুয়া‌লিপাড়া গ্রামের শহিদুল শিকদারের ছেলে হাফেজ হাসান শিরাজী (১৮)। তারা দুইজন মধুপুর উপ‌জেলার কাকরাইদ রামকৃষ্ণবা‌ড়ি মস‌জি‌দের হাসান সিরাজী মুয়া‌জ্জিন এবং হা‌বিবুর ইমামতি করতেন।

স্থানীয়রা জানায়, আজ ভোরে মসজিদে আযান দেওয়ার জন‌্য মাদরাসা থে‌কে তারা মোটরসাইকেল‌যোগে মসজিদে যাচ্ছিলেন। এ সময় বিপ‌রীত দিক থে‌কে আসা পিকআপ তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকে‌লে থাকা মুয়া‌জ্জিন ও ইমাম গুরুতর আহত হন। ‌প‌রে তাদের উদ্ধার করে ময়মন‌সিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত‌্যু হয়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) এমরানুল কবীর এ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।

সারাবাংলা/ইআ

ইমাম-মুয়াজ্জিন টাঙ্গাইল সড়ক দুর্ঘটনায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর