Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ কার্যালয়, নেতাদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৩ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৬

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়। ছবি: সারাবাংলা।

টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও আওয়ামী লীগ নেতা জামিল রহমান মিরনের বাড়িতে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তারা শহরের মেইন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আগুন দেয় ও ভাঙচুর করা হয়। এ সময় বিক্ষুদ্ধ জনতাকে উল্লাস করতে দেখা যায়।

বিজ্ঞাপন

এর আগে বিপুল সংখ্যক ছাত্র-জনতা আওয়ামী লীগ ও শেখ হাসিনাবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমবেত হয়। পরে বুলডোজার দিয়ে দলীয় কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হয়। এ সময় কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায়নি।

ছাত্র-জনতা বলেন, টাঙ্গাইলে যারা আওয়ামী ফ্যাসিবাদের দোসর ছিল। তাদের আস্তানা বাংলার মাটিতে রাখা হবে না। জেলা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কার্যালয়ও আমরা ভেঙে ফেলবো।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয় মারইয়াম মুকাদ্দাস মিষ্টি জানান, আমরা টাঙ্গাইলে আওয়ামী লীগের কোনও কার্যালয় রাখবো না। এখন আওয়ামী লীগ কার্যালয় ভেঙেছি। আওয়ামী লীগের যত নেতা আছে, তাদের বাড়িও ভাঙা হবে।

এ দিকে, বিকাল পাঁচটার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় ছাত্র-জনতা। এরপর আওয়ামী লীগ নেতা জামিল রহমান মিরনের বাড়িতেও ভাঙচুর করে তারা।

সারাবাংলা/এসআর

আ.লীগ কার্যালয় ভাঙচুর টাঙ্গাইল নেতাদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ