Friday 07 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নসিমনের চাপায় প্রাণ গেল মাদরাসাছাত্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৮ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২২

প্রতীকী ছবি।

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে বাঁশবোঝাই নসিমনের চাপায় বাইসাইকেল আরোহী হুজাইফা আলিফ মন্ডল (১২) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুজাইফা আলিফ উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরীচর পশ্চিমপাড়া গ্রামের একলাছের ছেলে। সে শালদাইর হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে গোবিন্দাসী থেকে বাইসাইকেল চালিয়ে আলিফ বাড়ি যাচ্ছিল। পথে বাগবাড়ী এলাকায় পৌঁছলে ভূঞাপুর থেকে আসা একটি বাঁশবোঝাই নসিমন বাইসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় আলিফ। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, নিহত শিশুর মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসআর

টাঙ্গাইল নসিমনের চাপায় মৃত্যু ভূঞাপুরে মাদরাসাছাত্র নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

খুলনায় ইয়াবা-জাল টাকাসহ আটক ২
৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০১

মিরপুর যেন লাল সমুদ্র
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৪

আরো

সম্পর্কিত খবর