অপারেশন ডেভিল হান্ট: পাবনায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৪ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৬
পাবনা: অপারেশন ডেভিল হান্টে পাবনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি ) দুপুরে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রাজিনূর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন— জেলার আমিনপুর মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল হক শহিদ (৬০), বেড়া উপজেলার সম্ভুপুর গ্রামের মো. মিন্টু সরদার (৪৫) ও চাটমোহর উপজেলার ছোট গুয়াখড়া গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে মো. মহসিন আলী (৩৭)। তারা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
অতিরিক্ত পুলিশ সুপার রাজিনূর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
সারাবাংলা/এসআর
অপারেশন ডেভিল হান্ট আন্দোলনে হামলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার পাবনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাবাংলা