Sunday 02 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোরেলগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ১

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ২৩:০৩

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নে একটি সালিশ বৈঠকে মহিউদ্দিন মহারাজ (৪৯) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের ভাই শওকত আলী জোমাদ্দার (৫৫)।

শনিবার (১ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সন্ধ্যায় অভিযুক্ত মো. মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। এর আগে শুক্রবার দুপুরে লক্ষীখালী পুলিশ ফাঁড়ির সামনে মারধরের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মহিউদ্দিন মহারাজ বরইতলা গ্রামের আবুবকর জোমাদ্দারের ছেলে।

নিহতের স্ত্রী সালমা বেগম ও স্থানীয়রা বলেন, ৪ বিঘা জমির একটি ঘেরের মধ্যে সাবেক সেনা সদস্য মিজানুর রহমান কিছু জমি পাবেন বলে থানায় অভিযোগ করেন। থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিষ্পত্তির জন্য লক্ষীখালী ফাঁড়ি পুলিশের ওপর দায়িত্ব দেন। শুক্রবার ফাঁড়ির আইসি এসআই মো. সাইদুর রহমান দুই পক্ষকে কাগজপত্র নিয়ে ফাঁড়িতে যেতে বলেন। সেখানে সালিশ বৈঠক চলাকালিন আইসি সাইদুর রহমান অনুপস্থিত থাকায় দুপক্ষের ফাঁড়ির সামনে রাস্তায় বাকবিতণ্ডায় জড়ায়। এ সময় মিজানুর রহমান ও তার সহযোগীরা বিবাদী মহিউদ্দিন মহারাজ, তার বড় ভাই শওকত জোমাদ্দারসহ ৪-৫ জনকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

আহত দুই ভাইকে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার মহিউদ্দন মহারাজ মারা যায়।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ফাঁড়ির আইসি না থাকায় দুপক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে আহত মহিউদ্দিন মহারাজ মারা গেছেন। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

 

 

সারাবাংলা/এসআর

বাগেরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর