Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফসল বাঁচাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল কৃষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ১৯:২২ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ২১:৩৩

নিহত বৃদ্ধ কৃষক জয়নাল হাওলাদারের মরদেহ

বরিশাল: ইঁদুরের উৎপাত থেকে ফসল রক্ষায় জমিতে বৈদ্যুতিক ফাঁদ পাতছেন কৃষক জয়নাল হাওলাদার (৭০)। ওই ফাঁদে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

সোমবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের পূর্ব গোদন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল হাওলাদার ওই গ্রামের মৃত মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইঁদুর নিধনের জন্য বাড়ির পাশের ইরি ধানখেতে বিদ্যুৎসংযোগ দিয়ে ফাঁদ পাতেন জয়নাল হাওলাদার। সকালে সংযোগ বন্ধ করতে ভুলে যান তিনি। দুপুরে ওই ধানখেতে কাজ করতে গেলে অসাবধানতাবশত তিনি নিজেই বিদ্যুতায়িত হন। তার ছেলে কবির হাওলাদার প্রথমে ঘটনাটি দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হলেও তৎক্ষণে তিনি মারা যান।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

ঝালকাঠি নলছিটি প্রাণ গেল কৃষকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর