প্রেমের ফাঁদ: অপহরণের ২৫ দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার
২০ মার্চ ২০২৫ ২১:১৪
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন (২৩) নামের এক যুবককে অপহরণের ২৫ দিন পর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবক ও এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) মিলনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
নিহত মিলন হোসেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও চাপাপাড়া গ্রামের পানজাব আলীর ছেলে। সে দিনাজপুর পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন।
গ্রেফতাররা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর পশ্চিম পাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে সেজান আলী, আরাজী পাইকপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মুরাদ (২৫) ও সালন্দর শাহীনগর (তেলীপাড়া) গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে রত্না আক্তার ইভা (১৯)।
পুলিশ জানায়, মিলন হোসেনের সঙ্গে ফেসবুকে অজ্ঞাত ব্যক্তিদের সঙ্গে কথা হয়। তারা ওই কলেজছাত্রকে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে দেখা করতে বলেন। গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় মিলন ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিরহাট পলিটেকনিক কলেজের পিছনে লিচু বাগানে দেখা করতে যায়। সেখান থেকে তাকে অপহরণ করা হয়।

কলেজছাত্রকে অপহরণ করে হত্যার ঘটনায় নারীসহ গ্রেফতারকৃত তিনজন
পুলিশ আরও জানায়, ঘটনার দিন রাত ১ টার সময় ভুক্তভোগী পরিবারকে মুঠো ফোনে অপহরণের বিষয়টি জানায় অপহরণকারীরা। প্রথমে ১২ ঘণ্টার মধ্যেই ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরের দিন দুপুরে ৩ লাখ টাকা দিতে রাজি হয় মিলনের পরিবার। এরপর চক্রটি ৫ লাখ দাবি করে। আরও এক দিন টাকার অঙ্ক বেড়ে ১০ লাখে দাঁড়ায়। তিন দিন পরে ১৫ লাখ চায় চক্রটি। সবশেষে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে ৯ মার্চ রাতে মুক্তিপণের ২৫ লাখ টাকা অপহরণকারী চক্রের কাছে বুঝিয়ে দেয় অপহৃত মিলনের বাবা পানজাব আলী।
ঠাকুরগাঁও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন,‘মিলনকে অপহরণের ঘটনায় দুই যুবককে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সেজান আলীর বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত মরদেহ উদ্ধার করা হয়। মুরাদকে আটকের সময় তার কাছ থেকে ৪ লাখ ৯৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, প্রযুক্তির সহায়তায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের স্বীকারউক্তিমূলক জবানবন্দীর মাধ্যমে মিলনের গলিত মরদেহ উদ্ধার করা হয়।
সারাবাংলা/এসআর