Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি ক্ষমতায় আসলে সন্ত্রাসমুক্ত হবে গফরগাঁও: বাচ্চু

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৫ ২২:১৪

সমাবেশ ও ইফতার মাহফিলে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু

ঢাকা: বিএনপি ক্ষমতায় আসলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা সন্ত্রাসমুক্ত হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু।

শুক্রবার (২১ মার্চ) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার কান্দিপাড়া আস্কর আলী হাই স্কুল মাঠে বিএনপির সমাবেশ ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। স্থানীয় বিএনপি নেতা মো. কলিম উদ্দিন মাস্টার এতে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘বিএনপির আমলে দেশে কোনো ধরনের সন্ত্রাস বা চাঁদাবাজি ছিল না। বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। দলের জন্য সকল নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে গফরগাঁও ও পাগলায় ব্যাপক উন্নয়ন ঘটানো হবে। আমি আপনাদের সেই উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছি। বিএনপি ক্ষমতায় আসলে কোনো চুরি-ডাকাতি, সন্ত্রাস থাকবেনা। কোনো সন্ত্রাসের ঠাঁই হবেনা।’

তিনি বলেন, ‘আপনারা কোনো রকম সন্ত্রাসী ও চাঁদাবাজের কাছে মাথা নত করবেন না। শেখ হাসিনা যে অত্যচার করেছে, ভোট ডাকাতি ও তার দল দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে, শেখ হাসিনা কি টিকতে পেরেছে? শেখ হাসিনা যদি টিকতে না পারে, তাহলে এই দেশে আর কোন জুলুমবাজ টিকতে পারবে না।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, ‘অবিলম্বে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করুন। সন্ত্রাসীদের গ্রেফতার না করলে, অবৈধ অস্ত্র উদ্ধার না হলে, তারা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করবে।’

আক্তারুজ্জামান বাচ্চু আরও বলেন, ‘নির্বাচন যতো ঘনিয়ে আসবে, আওয়ামী সন্ত্রাসীরা ততো ষড়যন্ত্র শুরু করবে। তারা এখন ঘাপটি মেরে আছে। আবার ষড়যন্ত্র করবে। আবার জুলাই আগস্ট ঘটাবে। তাই বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিজ্ঞাপন

পরে ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়ার আয়োজন করা হয়।

সারাবাংলা/ইএইচটি/এসআর

আক্তারুজ্জামান বাচ্চু ইফতার মাহফিল গফরগাঁও বিএনপি বিএনপির সমাবেশ সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর