Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালিশে না আসায় বাবা-ছেলেকে পিটিয়ে হত্যা, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ২২:৫৭ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১১:২০

ফুলবাড়িয়ায় বাবা-ছেলেকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক তিনজন

ময়মনসিংহ: ময়মনসিংহে ফুলবাড়িয়া সালিশে না আসায় বাড়িতে গিয়ে বাবা-ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) উপজেলার নাওগাঁও ইউনিয়নের নাওগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আব্দুল গফুর ও তার ছেলে মেহেদী হাসান।

আটকরা হলেন— পলাশীহাটি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রিপন, নাওগাঁও গ্রামের মৃত শাবান আলী মন্ডলের ছেলে মোজাম্মেল ও একই গ্রামের মজিবর রহমানের ছেলে আল আমিন।

ময়মনসিংহ ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোবাইল চুরি সন্দেহে বাবা-ছেলেকে সালিশ বৈঠকে ডাকা হয়। আব্দুল গফুর ও তার ছেলে মেহেদী হাসান সালিশে না যাওয়ায় ক্ষুব্ধ সালিশকারীরা গফুরের বাড়িতে গিয়ে হামলা করে। পিটিয়ে বাবা ও ছেলেকে হত্যা করে।

মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসআর

পিটিয়ে হত্যা ফুলবাড়িয়া বাবা-ছেলে খুন ময়মনসিংহ সালিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর