Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিজি হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১২:০৫ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৩:৩৫

ঢাকা: রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালের (পিজি হাসপাতাল) নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

এরআগে বুধবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চলে গেছে। এখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা আটকে পরা ভিকটিমের খবর পাওয়া যায়নি।’

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, হঠাৎ করে শাহবাগের ফুটওভার ব্রিজের পাশ থেকে হাসপাতালের ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এদিকে গতকাল মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন সোয়া পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যায় ১৫০০ ঘর-বাড়ি।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর