Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান
হকারদের হামলায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর, আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ২০:১০ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ২১:৪৪

হকারদের হামলায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর।

ঢাকা: রাজধানীর মিরপুর-১ এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে হকারদের হামলার শিকার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িসহ ডিএনসিসির কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় ডিএনসিসির ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে মিরপুর-১ নম্বরে অবৈধ দোকান উচ্ছেদকালে এই হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে ডিএনসিসির অঞ্চল-২ এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ বেনজীর আহমেদ বলেন, ‘আমরা ৮ নাম্বার ওয়ার্ডের মিরপুর-১ এলাকায় রাস্তার অবৈধ দোকান উচ্ছেদ করতে গেলে অবৈধ দোকানদাররা আমাদের ওপর হামলা করে। হামলাকারীদের ইটের আঘাতে ৪ নম্বর ওয়ার্ডের আউটসোর্সিং পরিচ্ছন্নতা কর্মী আব্দুর রহমানের মাথা ফেটে গেছে। এছাড়াও পুলিশের কয়েকজন সদস্যসহ আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।’

বিজ্ঞাপন

শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘দুপুর ২টার দিকে ডিএনসিসির ম্যাজিস্ট্রেটসহ অন্য কর্মকর্তারা ফুটপাতে উচ্ছেদ অভিযান চালাতে গেলে স্থানীয় ব্যবসায়ীরা তাদের ধাওয়া দেন। একপর্যায়ে তারা হামলা চালিয়ে ম্যাজিস্ট্রেটের গাড়ির গ্লাস ভেঙে ফেলে।’

তিনি বলেন, ‘অভিযানে স্থানীয় ব্যবসায়ীদের হামলায় ডিএনসিসির ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। এই ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর