Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেলুনে নিয়ে চুল ছেটে দেওয়ায় বাবার সঙ্গে অভিমান, স্কুলছাত্রের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৯:০৪ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৯:৫৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার একটি বাসা থেকে সৈকত হোসেন তামিম (১৮) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবার সঙ্গে অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ খবর পেয়ে মঙ্গলবার (২৭জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কামরাঙ্গীরচর নার্সারি গলির একটি বাসা ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

সৈকতের খালাতো ভাই তরিকুল ইসলাম জানান, তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। সৈকতের বাবা মজিবর রহমান কামরাঙ্গামরীচরের নবীনগর এলকায় নিরাপত্তাকর্মীর চাকরি করেন। সৈকত গ্রামের একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। তবে তিনি অকৃতকার্য হন। এরপর থেকে ঢাকায় বাবার কাছে ছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সৈকতের চুল বড় থাকায় তার বাবা চুল ছোট করে কাটতে বলে। রোববার (২৭ জানুয়ারি) সৈকতের বাবা নিজেই সেলুনে চুল কাটাতে নিয়ে যান। এবং চুল বেশি ছোট করে ফেলে। এ বিষয় নিয়ে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আজ দুপুরে সৈকত ঘরের দরজা বন্ধ করে দেয়। কিন্তু অনেক্ষণ ধরে ঘর থেকে বের না হওয়ায় সন্দেহ হয় তাদের। ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দও পাওয়া যায় না। পরে দরজা ভেঙে দেখা যায়, সৈকত ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছে। এর পর থানা পুলিশে খবর দেওয়া হয়।

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হোসাইন জানান, খবর পেয়ে দুপুরে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় মরদেহ মেঝেতে শোয়ানো ছিল। ধারণা করা হচ্ছে বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর