ঢাকা: বিশ্বজুড়ে বিভিন্ন শহরে ক্রমেই বাড়ছে বায়ুদূষণের মাত্রা। শীত মৌসুমে শুষ্ক আবহাওয়ার প্রভাবে দক্ষিণ এশিয়ার বড় শহরগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। সর্বশেষ তথ্যে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের কলকাতা, আর তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তথ্যানুযায়ী, কলকাতার বায়ুমান সূচক (একিউআই) ২৯২।
এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে একিউআই স্কোর ২৬৩।
একই সময়ে ঢাকার বায়ুমান স্কোর রেকর্ড করা হয়েছে ২৬০, যা শহরটিকে বিশ্বের তৃতীয় দূষিত নগরীর অবস্থানে নিয়ে এসেছে। শুষ্ক আবহাওয়া, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ ও শিল্পকারখানার নির্গমনের কারণে রাজধানীতে বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে।
তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো, যেখানে একিউআই স্কোর ২০২।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং সুস্থ ব্যক্তিদেরও বাইরে দীর্ঘ সময় অবস্থান সীমিত রাখতে বলা হয়। দীর্ঘমেয়াদে এ ধরনের দূষণ শ্বাসতন্ত্র, হৃদ্রোগ ও অন্যান্য জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
প্রতিবছর শীত মৌসুমে ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে বায়ুদূষণের মাত্রা বাড়লেও, কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলে মনে করছেন পরিবেশবিদরা।