Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর পৃথক স্থান থেকে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ১৬:০১

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর মুগদা ও রামপুর এলাকায় পৃথক ঘটনায় রিমা (১৮) ও হাসান ভূঁইয়া (৪৩) নামে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) মধ্যরাতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম বলেন, খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে মুগদা মান্ডা প্রথম গলির আব্দুল করিম রোডের মতিন মিয়ার বাড়ি থেকে রিমার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, পরিবার থেকে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে বাসায় সবার অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় রিমা। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেন।

বিজ্ঞাপন

মৃত রিমা চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার ধুবুয়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে। বর্তমানে মুগদার মান্ডায় স্বামী উজ্জ্বলকে নিয়ে ভাড়া থাকত।

অপরদিকে, শুক্রবার সকালে পূর্ব রামপুরা জামতলা এলাকার ১৩২/১/এ নম্বর বাড়ির ছাদের সিঁড়ি ঘরের লোহার পাইপের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো হাসান ভূঁইয়ার মরদের উদ্ধার করে রামপুরা থানা পুলিশ।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান বলেন, ওই বাসায় একাই থাকতেন হাসান। তিনি পেশায় বেকার ছিলেন। ঝুলন্ত মরদেহ উদ্ধারের সময় তার পা দুটি ফ্লোরের সঙ্গে লাগানো ছিল। এজন্য তার মৃত্যুর বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

যে আইনে গণভোট হবে
৩১ জানুয়ারি ২০২৬ ১৫:৫৫

আরো

সম্পর্কিত খবর