Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে অস্ত্র কারখানায় যৌথবাহিনীর অভিযান, গ্রেফতার ৪

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১৯:০৭ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ১৯:৪৪

অস্ত্রসহ গ্রেফতার চারজন।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ অস্ত্র তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায় পাহাড়ে এ অভিযান চালানো হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান যৌথবাহিনীর অভিযানের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

গ্রেফতার চারজন হলেন—কামরুল হাসান রেদোয়ান (৩৫), মো. রুমন (২৫), মো. আশিক (৩৫) ও আমির ইসলাম (৪০)।

উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে—ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড কার্তুজ, বেশ কিছু ধারালো অস্ত্র, দুটি ওয়াকিটকি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমপি

অস্ত্র আগ্নেয়াস্ত্র গ্রেফতার হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর