Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুপিয়ে ছাদ থেকে ফেলে চবি শিক্ষার্থীদের নির্যাতন

চবি করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৬:০৪ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৭:১৯

দুই ছাত্রকে ভবনের ছাদে কুপিয়ে সেখান থেকে ফেলে দেওয়া হয়।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে নির্মমভাবে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এদের দুই ছাত্রকে ভবনের ছাদে কুপিয়ে সেখান থেকে ফেলে দেওয়া হয়।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ধারালো অস্ত্রের আঘাতে আহত কয়েকজনকে শিক্ষার্থীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।

ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া দুই ছাত্রের মধ্যে একজনের নাম রাজিউর রহমান রাজু। তিনি দ্বিতীয় বর্ষের ছাত্র, তবে বিভাগের নাম জানা যায়নি। আরেকজনের নাম জানা যায়নি।

রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইটসহ আশপাশের এলাকায় স্থানীয় গ্রামবাসী ও শিক্ষার্থীদের মধ্যে চলা সংঘাত এখনও অব্যাহত আছে। গ্রামের লোকজনকে বড় রামদাসহ আরও বিভিন্ন ধারালো, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলায় অংশ নিতে দেখা গেছে।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার (৩০ আগস্ট) মধ্যরাতে একই এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় জোবরা গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। পুলিশ, চবি’র নিরাপত্তা বাহিনী এবং প্রক্টরের গাড়ি ভাঙচুর করা হয়। বর্তমানে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

এর জের ধরে রোববার সকাল থেকে একই এলাকায় আবারও উত্তেজনা এবং একপর্যায়ে সংঘর্ষের শুরু হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিনসহ অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।

সারাবাংলা/এমআর/আরডি/এমপি

আহত কুপিয়ে জখম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর