Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএমপির ১৬ থানার ওসি পদে রদবদল

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৬:১৯ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৫ ১৭:২২

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে একযোগে রদবদল হয়েছে। এর মধ্যে ১৫ জন ওসি’র থানা পরিবর্তন হয়েছে, একজনকে বিশেষ শাখায় পাঠানো হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক আদেশে বর্তমানে ১৬ থানায় দায়িত্বরত ওসিদের প্রত্যেকের ‘কর্মস্থল পরিবর্তন’ করা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আমিনুর রশীদ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদের মধ্যে নগরীর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিমকে পাঁচলাইশ থানায় বদলি করা হয়েছে। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে বাকলিয়া থানায় আর বাকলিয়া থেকে মো. আফতাব উদ্দিনকে কোতোয়ালীতে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিমকে বন্দর থানায়, বন্দর থানা থেকে মোস্তফা আহমেদকে পতেঙ্গা থানা এবং পতেঙ্গা থানা থেকে কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে হালিশহর থানায় বদলি করা হয়েছে। আকবর শাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট থানায় বদলি করা হয়েছে।

হালিশহর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছারকে পাহাড়তলী থানা, পাহাড়তলী থানা থেকে ডামির হোসেন জিয়াকে ডবলমুরিং থানা এবং ডবলমুরিং থানা থেকে বাবুল আজাদকে চকবাজার থানায় বদলি করা হয়েছে। আর চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে নগর পুলিশের বিশেষ শাখায় নিরস্ত্র পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

বায়েজিদ বোস্তামি থানার ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও থানায়, চান্দগাঁও থানা থেকে জাহেদুল কবিরকে বায়েজিদ বোস্তামি থানায় বদলি করা হয়েছে। খুলশী থানার ওসি শাহীনুর আলমকে কর্ণফুলী থানায় ও কর্ণফুলী থানা থেকে জাহিদুল ইসলামকে খুলশী থানায় বদলি করা হয়েছে।

ইপিজেড থানার ওসি মো. কামরুজ্জামানকে আকবর শাহ থানায় বদলি করা হয়েছে। তবে ইপিজেড থানায় এখনও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

এর আগে, লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার ও জেলার ৫২৭ থানার ওসি বদলি করা হয়। তবে পুলিশের মেট্রোপলিটন ইউনিটগুলোতে কমিশনারদের সিদ্ধান্তে রদবদল হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর