চট্টগ্রাম ব্যুরো: আইন প্রণয়নে নারীর ভূমিকা নিশ্চিত করার তাগিদ এসেছে চট্টগ্রামে অনুষ্ঠিত এক কর্মশালা থেকে। ‘ইউএন উইমেন বাংলাদেশ’র সহযোগিতায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এ কর্মশালার আয়োজন করে, যাতে তৃণমূলের নারীনেত্রী, নানা শ্রেণি-পেশার প্রতিনিধি এবং কমিউনিটি ফোরাম ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রামের পটিয়া পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে ‘তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ’ বিষয়ে সচেতনতামূলক দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মশালায় দলগত উপস্থাপনা, উন্মুক্ত আলোচনার পাশাপাশি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের মতামত তুলে ধরেন। এতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাব, লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করা, জলবায়ু পরিবর্তন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইন প্রণয়ন নিয়ে তাদের ধারণা ও মতামত উঠে আসে।
বিএনপিএস’র প্রকল্প সহকারী সমন্বয়কারী সেজুতি ধর ও এস এম এরশাদুল হকের পরিচালনায় কর্মশালায় বক্তব্য দেন- চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক মো. ফেরদৌস আহম্মদ, কর্মসূচি সংগঠক মো. আব্দুল করিম, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের ট্রাস্টি শিউলী চক্রবর্তী, সনাক-টিআইবির সহ-সভাপতি শিলা দাশ এবং যুব সদস্য হৃদিতা বড়ুয়া বর্ষা।
কর্মশালায় বক্তারা বলেন, ‘নারীর পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সামাজিক সচেতনতার পাশাপাশি আত্মসচেতনতা বাড়াতে হবে। পারিবারিক সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বাড়াতে হবে। আইন প্রণয়নে নারীর ভূমিকা নিশ্চিত করতে হবে। নারী উন্নয়ন কেবল একটি মানবিক অধিকার নয়, বরং দেশের টেকসই উন্নয়নের অপরিহার্য শর্ত। যে কোনো পরিস্থিতিতে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ ও সামাজিক অনুশাসনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে।’