চট্টগ্রাম ব্যুরো: ১২ ফেব্রুয়ারির নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে বলে আশা করছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তবে তিনি ভালোর আশা এবং খারাপের জন্য প্রস্তুত থাকারও অনুরোধ করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া আদালতের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন ও আইনজীবী সমিতির গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ১২ ফেব্রুয়ারিকে ‘ঐতিহাসিক ক্ষণ’ উল্লেখ করে বলেন, ‘দেশের মানুষ দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। আমরা আশাবাদী, উৎসবমুখর পরিবেশে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। নির্বাচিতদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব।’
এ সময় তিনি ভালোর জন্য আশা করা এবং খারাপের জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানান।
উপদেষ্টা আরও বলেন, ‘আইনের শাসন একটি জাতির উন্নয়নের অন্যতম সোপান। দেশে আইনের শাসন না থাকলে মব জাস্টিস সংস্কৃতির উত্থান ঘটে। জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। বিচার ব্যবস্থাকে সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করছে। আদালতের অবকাঠামো উন্নয়ন সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ।’
সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাতকানিয়া আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ সিরাজ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ এবং সমিতির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম মানিক বক্তব্য দেন।