ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে সরাসরি হামলা ও হত্যা মামলায় মোস্তাফিজুর রহমান টুটুকে (৫৩) গ্রেফতার করেছে সিআইডি। তিনি সাবেক মেয়র তাপসের সহযোগী।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধানমন্ডি থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বাড্ডা থানা এলাকা থেকে টুটুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত প্রাথমিকভাবে ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্র-জনতার ওপর হামলার কথা স্বীকার করেছেন। সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত এবং আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয় ছিলেন।
জসীম উদ্দিন বলেন, ‘গ্রেফতার আসামি মোস্তাফিজুর রহমান টুটু ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি ছিলেন। তিনি ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দেন এবং তিনি মামলার ভিকটিম আব্দুল্লা সিদ্দিক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে তথ্য-প্রমাণ পাওয়া যায়। গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন প্রক্রিয়াধীন।’
তিনি বলেন, ‘ভিকটিম আব্দুল্লা সিদ্দিক ঘটনার সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। আন্দোলনকারী ছাত্র-জনতা আব্দুল্লা সিদ্দিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আওয়ামীপন্থী সন্ত্রাসীরা ভিকটিমের মৃতদেহ গুম করার চেষ্টা করে। ভিকটিমের উল্লেখিত হত্যাকাণ্ড ও মৃতদেহ গুম করার চেষ্টার ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল বাদী হয়ে আদালতে লিখিতভাবে অভিযোগ করলে আদালতের আদেশে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের হয়।’
তিনি আরও বলেন, গত ১৫ মে সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ আরেক সহযোগী এস এম কামাল হায়দার ও ১৭ জুন মো. খোরশেদ আলমকে (৪৮) গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। তাপসের সহযোগী হিসেবে মোস্তাফিজুর রহমান টুটু বেশ প্রভাবশালী ও ক্ষমতাশালী ছিলেন। মামলার রহস্য উদ্ঘাটন, অপরাপর অভিযুক্তদের সনাক্ত ও গ্রেফতার করার স্বার্থে তদন্ত ও অভিযান অব্যাহত রেখেছে সিআইডি।