Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমিশনার কার্যালয়ে হামলার ভিডিও ভুয়া: ডিএমপি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১৯:৩৩ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ২১:৩৯

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছে ডিএমপি।

শনিবার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মোহাম্মদ শাহ আলম শিকদার নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলা চালিয়েছে। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব।

বিজ্ঞাপন

সাধারণ জনগণকে এ ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানায় পুলিশ। একই সঙ্গে এই গুজব ছড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

সারাবাংলা/ইউজে/এমপি

গুজব ডিএমপি ভুয়া হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর