Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ৭

স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৯ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪০

ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।

ঢাকা: রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিসি (রমনা ডিভিশন) মো. মাসুদ আলম এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো- মো. দ্বীন ইসলাম ওরফে কাউছার আহমেদ (৩৫), মোঃ কামাল হাওলাদার (৩৫), আব্দুর রহমান হাওলাদার (৩৭), মোঃ মেহেদী হাসান ওরফে হাসান (৩৮), মোঃ বাবুল হাওলাদার (৩৮), মোঃ রমিজ তালুকদার (৩৫), জান্নাতুল ফেরদৌস (২২)। গতকাল বুধবার রাত ৯টার দিকে শাহবাগ থানাধীন গুলিস্তান গোলাপ শাহ মাজারের দক্ষিণ পাশে লেগুনা স্ট্যান্ডের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি মাইক্রোবাস, দুইটি ডিবি জ্যাকেট, দুইটি ওয়াকিটকি, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, দুইটি হ্যান্ডকাফ, দুইটি খেলনা পিস্তল, দুইটি পকেট রাউটার, ছয়টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ছয়টি বাটন মোবাইল, এক্সপেন্ডেবল লাঠি ও লেজার লাইট উদ্ধার করা হয়।

ডিসি মাসুদ আলম বলেন, সংঘবদ্ধ একটি ডাকাতদল রাজধানীর গুলিস্তানে গোলাপ শাহ মাজারের দক্ষিণ পাশে লেগুনা স্ট্যান্ডের সামনে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। তথ্যের ভিত্তিতে শাহবাগ থানার পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় ৪ থেকে ৫ জন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীর তাঁতিবাজার এলাকায় আসা স্বর্ণ ব্যবসায়ীদের ও ব্যাংক থেকে বড় অংকের টাকা উত্তোলনকারী ব্যক্তিদের টার্গেট করতো। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি করতো।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত মো. দ্বীন ইসলাম ওরফে কাউছার আহমেদ এর নামে ১০টি, আব্দুর রহমান হাওলাদার এর নামে ৩টি, মোঃ মেহেদী হাসান ওরফে হাসান এর নামে ৪টি, মোঃ বাবুল হাওলাদার এর নামে ২টি ও মোঃ রমিজ তালুকদারের নামে ৪টি ডাকাতি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন মাসুদ আলম।

সারাবাংলা/এমএইচ/এমপি

গ্রেফতার ডাকাতি ডিএমপি ডিবি

বিজ্ঞাপন

গুগল ফটোজের নানা সুবিধা
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪১

হাসি কি সংক্রামক? বিজ্ঞান কী বলে
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২০

আরো

সম্পর্কিত খবর