Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেক জালিয়াতি মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেফতার

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৯ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০২

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ড. শামসুদ্দোহা খন্দকার।

ঢাকা: চেক জালিয়াতি মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ড. শামসুদ্দোহা খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জের তার নিজ রিসোর্ট ওয়ান্ডারল্যান্ড গ্রিন পার্ক থেকে তাকে আটক করা হয়।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারের পর শামসুদ্দোহাকে আদালতে তোলা হয়েছে।

এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) শামসুদ্দোহা ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয়। অভিযোগপত্রে ৬৬ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৯৮১ টাকার সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

বিজ্ঞাপন

গত বছরের জুলাই মাসে দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম এ চার্জশিট মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে দাখিল করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর