Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৬ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৪

বিদেশি পিস্তলসহ কাউসার হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেফতার।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ওয়েস্ট ধানমন্ডি এলাকা হতে বিদেশি পিস্তলসহ কাউসার হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-২।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ওয়েস্ট ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে কাউসার হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে একটি ৯ এমএম বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদের তিনি জানান, ঢাকাসহ আশপাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিলেন তিনি।

বিজ্ঞাপন

খান আসিফ তপু বলেন, ‘গ্রেফতার ব্যক্তি ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জমি দখল, চাঁদা আদায়সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারন মানুষের মাঝে ভীতির সঞ্চার সৃষ্টি করে আসছিল। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এমএইচ/এমপি

গ্রেফতার বিদেশি পিস্তল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর