Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ব্যাগ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৪:২১ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৬:০৬

উদ্ধার হওয়া অস্ত্র। ছবি: সংগৃহীত

ঢাকা: বিমানবন্দর রেলস্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে অস্ত্রভর্তি একটি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে ডগ স্কোয়াডসহ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই নাদিরুজ্জামান জানান, ব্যাগ থেকে আটটি পিস্তল, ১৪টি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) ওসি জয়নাল আবেদীন বলেন, ‘সেনাবাহিনীর তেজগাঁও ক্যাম্প থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’

বনলতা এক্সপ্রেস একটি আধুনিক সুবিধাসম্পন্ন ট্রেন, যা শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলাচল করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর