ঢাকা: রাজধানীতে মাদক স্পট নিয়ন্ত্রণকারী চিহ্নিত তিন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি রমনা বিভাগের ডিসি আমির খসরু এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন— মো. জাহাঙ্গীর আলম টিটু (৩৬), মো. আব্দুর রাজ্জাক শানু (৩৮), মো. মামুন (৩৭)
ডিসি আমির খসরু বলেন, গতকাল সোমবার গোপন তথ্যে ভিত্তিতে ডিবি রমনা বিভাগের একটি দল কদমতলী থানার নতুন শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে ভাঙারি বাড়ির দক্ষিণের একটি টিনশেড বাড়িতে অভিযান চালায়। এসময় তিনজনকে গ্রেফতার করা হয়।
অভিযানে তাদের হেফাজত থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা এবং সাড়ে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতাররা এলাকায় চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। মাদক স্পট নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে তারা এসব অস্ত্র দখলে রেখেছিল—প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানা গেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
ঘটনার পর কদমতলী থানায় পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।