Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লবীতে কাজের বুয়া সেজে সোনার গহনা চুরি, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৪:১৯ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১৫:৫০

ঢাকা: রাজধানীর পল্লবী থানা এলাকায় একটি বাসায় কাজের বুয়া সেজে সোনার গহনা ও নগদ টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন— মোসা. শিউলী বেগম ওরফে লাকী (৪৬) এবং মো. নাদিম হোসেন (৩১)। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

ডিসি তালেবুর রহমান জানান, ভুক্তভোগী গৃহকর্ত্রী সাবিহা মাহবুবা গত ৬ অক্টোবর সন্ধ্যায় অভিযুক্ত শিউলীর সঙ্গে কথা বলে তাকে বাসায় কাজের জন্য নিয়োগ দেন। ৮ অক্টোবর সকাল ৭টায় শিউলী কাজে যোগ দেয়। ওইদিন সকাল ৯টায় সাবিহা কর্মস্থলে চলে গেলে বাসায় তার স্বামী, ছেলে ও মা ছিলেন।

বিজ্ঞাপন

সন্ধ্যা ৮টার দিকে সাবিহা বাসায় ফিরে দেখেন, তার মা অচেতন অবস্থায় শুয়ে আছেন এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার খোলা। পরে জানা যায়, ড্রয়ার থেকে ৯ ভরি সোনার গহনার (মূল্য প্রায় ১৮ লাখ টাকা) ও নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা চুরি হয়েছে।

ভুক্তভোগীর মা জানান, শিউলী তাকে পেঁপে ভাজি খাওয়ানোর পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ ঘটনায় শনিবার (৩ জানুয়ারি) পল্লবী থানায় চুরির মামলা করা হয়।

মামলার পরপরই পুলিশ শিউলীকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যমতে আদাবর থানাধীন কাঁচা বাজার এলাকার প্রভা জুয়েলার্স থেকে ৮ ভরি ১ আনা ২.৫ রতি সোনা উদ্ধার করা হয়। এ সময় ওই দোকানের কারিগর মো. নাদিম হোসেনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার শিউলী ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় একই কৌশলে একাধিক চুরির ঘটনায় জড়িত এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর