Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে সেনা অভিযানে বেলজিয়ামের তৈরি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১৩:২৮ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ১৪:৪৮

একটি বিদেশি পিস্তলসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

ঢাকা: সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সোমবার (৫ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করে সেনাবাহিনীর একটি দল।

মোহাম্মদপুরের বাসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তির নাম মো. রিয়াজ (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে একটি বিদেশি পিস্তল থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেনা টহল দল বাসিলার একটি রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা অস্ত্রটি উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল ও একটি ম্যাগাজিন, যা বেলজিয়ামে তৈরি।

বিজ্ঞাপন

ঘটনার পর গ্রেফতার ব্যক্তির অন্যান্য সহযোগীদের ধরতে একাধিক স্থানে অনুসরণমূলক অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই শেষে তার সহযোগীদের গ্রেফতারে পরবর্তী অভিযান পরিচালনা করা হবে। গ্রেফতার ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর