Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ২০:৫৭ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ০০:০০

প্রতীকী। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৮) নামে এক স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১০ ডিসেম্বর) খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর একটি টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফাতেমা আক্তার লিলি নামে ওই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

ওসি আরও বলেন, ‘নিহত লিলির বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার কালাউক গ্রামে। বাবার নাম মো. সজিব, মায়ের নাম দিলুয়ারা বেগম। লিলি রেডিয়েন্ট স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার সময় বাসায় কেউ ছিল না। নিহতের আরেক বোন জিমে গিয়েছিলেন।’

বিজ্ঞাপন

ওসি শফিকুল বলেন, ‘নিহত লিলির পরিবারের হোটেল ব্যবসা আছে। বনশ্রীতে অবস্থিত সেই হোটেলের জায়গা ও হোটেল নিয়ে মামলা চলছে বলে জানতে পেরেছি। এ কারণে নিহতের পরিবার গ্রামের বাড়িতে আছে।’

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের পর হোটেলের একজন স্টাফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের হোটেলটি বন্ধ থাকলেও সেই স্টাফ হোটেলেই অবস্থান করে আসছিল। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।’

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর