Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লবীর শীর্ষ সন্ত্রাসী বোমা কাল্লু গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ২০:৪৪

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকার শীর্ষ সন্ত্রাসী মো. কালু ওরফে বোমা কাল্লুকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অপহরণ, হত্যা, বিস্ফোরক ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, গত ৭ জানুয়ারি পল্লবী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে অভিযানের সময় পালানোর চেষ্টাকালে আহত হয়েছিলেন তিনি। আদালতের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে আজ শনিবার পুনরায় আদালতে পাঠানো হয়েছে।

তালেবুর রহমান বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে হত্যা, অপহরণ, বিস্ফোরক ও মাদক সংক্রান্তে ছয়টি মামলা আদালতে বিচারাধীন আছে এবং একটি মামলা পল্লবী থানায় বর্তমানে তদন্তাধীন। গ্রেফতারকৃত কাল্লু দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে অপহরণ ও মালামাল লুটতরাজ করে আসছিল। এছাড়াও পল্লবীর বিহারী ক্যাম্প ও বস্তি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি করত।

বিজ্ঞাপন

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর